এনপলিমার কন্সট্রাকশন লিমিটেড ও এসআরএস কর্পোরেশনের যৌথ উদ্যোগে ‘ডাফো পাম্প অ্যান্ড মোটর’-এর নতুন মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর হোটেল দ্যা ওয়েস্টিনে পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়।

ডাফো গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি এসআরএর কর্পোরেশনের কর্ণধার প্রতাপ সমাদ্দার বলেন, চীনের বিখ্যাত প্রতিষ্ঠান ডাফো গ্রুপ প্রায় চার দশকেরও বেশি অভিজ্ঞতা নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় ডাফো ব্র্যান্ডের ওয়াটার পাম্প ও মোটর প্রস্তুতকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। 

তিনি বলেন, ১৯৮৮ সালে চীনের জিজিয়াং প্রদেশের ডাফো গ্রুপ বর্তমানে ২০০,০০০ বর্গমিটার এলাকায় বিস্তৃত আধুনিক উৎপাদন ইউনিট পরিচালনা করছে, যেখানে ১,৫০০-এর বেশি দক্ষ কর্মী এবং ২,৮০০ সেট উন্নত এনাসিসি ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে।

প্রতাপ সমাদ্দার বলেন, প্রতিষ্ঠানটির রয়েছে ৩০টিরও বেশি প্রযুক্তিগত পেটেন্ট, যা তাদের উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ বহন করে। তাছাড়া বাংলাদেশে ‘ডাফো পাম্প অ্যান্ড মোটরের দক্ষ টেকনিক্যাল সার্ভিস টিম থাকায় গ্রাহকদের উন্নতমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ডাফো গ্রুপের পরিচালক টীম বলেন, ডাফো ব্র্যান্ডের পণ্যসমূহের পরিসর অত্যন্ত সমৃদ্ধ। সারফেস পাম্প, সাব-মার্সিবল পাম্প, সেন্ট্রিযুগাল পাম্প, সেলফ-প্রাইমিং জেট পাম্প, গভীর কূপ পাম্প, মাল্টি-স্টেজ পাম্প, সার্কুলেশন পাম্প, এমনকি সোলার ওয়াটার পাম্পও এর অন্তর্ভুক্ত।

তিনি জানান, কোম্পানির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৮০ লাখ পাম্প ও ১০ লাখ মোটর, যা বিশ্বব্যাপী চাহিদা মেটাচ্ছে। আমরা আইএসও-৯০০১, সিই, জিএস, ইএমসি এবং আরওএইচএস সার্টিফায়েড মান নিশ্চিত করি। পাশাপাশি, কাস্টমাইজড সলিউশন, উন্নতমানের বিক্রয়োত্তর সেবা এবং পেশাদার টেকনিক্যাল কনসালটিং প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এনপলি গ্রুপের সঙ্গে এ ধরনের ব্যবসায়িক সম্পর্ক বাংলাদেশের ভোক্তাদের কাছে আন্তর্জাতিক মানের পাম্প ও মোটর পৌঁছে দেবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি এনপলি গ্রুপের কর্ণধার রিয়াদ মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য দেশের পানি সরবরাহ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা। আমরা ‘ডাফো পাম্প অ্যান্ড মোটর’ ব্র্যান্ডকে আমাদের পণ্যের সঙ্গে একটি পূর্ণাঙ্গ পানির সমাধান প্যাকেজে রূপান্তরিত করতে চাই। উন্নতমানের পাম্প গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করব, যা দেশের শিল্প ও কৃষি উভয় ক্ষেত্রেই উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে।

এনপলি গ্রুপের চিফ অপারেটিং অফিসার লোকমান হাকিম বলেন, ‘ডাফো পাম্প অ্যান্ড মোটর’ পণ্য বিতরণের মাধ্যমে এখন থেকে এনপলি গ্রুপ শুধু পাইপ, ট্যাংক ও ডোর নয়, বরং পানির নিরবচ্ছিন্ন উৎস নিশ্চিত করতে সক্ষম হবে। যা বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। নতুন এই পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে আমাদের প্রায় ৪,০০০ পরিবেশক, ২৫,০০০ রিটেইলার এবং ৮৫০ জনের দক্ষ বিক্রয়কর্মী সক্রিয়ভাবে কাজ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এনপলি গ্রুপের বিক্রয় বিভাগের প্রধান শেখর সাহা, মার্কেটিং বিভাগের প্রধান রকির আহমেদসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবেশকরা।

বিআরইউ