দেশের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস বাজারে এনেছে নতুন পোরসিলিন প্ল্যাঙ্ক টাইলস সিরিজ ‘প্যানোরা’। আধুনিক ইন্টেরিয়র ও লাইফস্টাইলের চাহিদা মাথায় রেখে তৈরি এই সিরিজ ঘর, অফিস, রেস্টুরেন্ট কিংবা লবিতে এনে দেবে আভিজাত্যের এক ভিন্ন মাত্রা।

তিনটি আকারে পাওয়া যাবে প্যানোরা—২০×৮০ সেমি, ২০×১২০ সেমি এবং ৩০×১২০ সেমি। প্রাকৃতিক কাঠের টেক্সচার থেকে অনুপ্রাণিত ডিজাইন এই টাইলসগুলোকে দিয়েছে এক অনন্য আবেদন। Micro CID প্রযুক্তি ব্যবহারের কারণে এই টাইলসগুলোতে যোগ হয়েছে অ্যান্টি-স্লিপ ফিচার, যা ফ্লোরকে করে তুলবে আরও নিরাপদ ও টেকসই। সেই সাথে ম্যাট ফিনিশ যোগ করেছে বাড়তি সৌন্দর্য।

লিভিং রুম, বেডরুম, রান্নাঘর কিংবা করিডর—সব জায়গাতেই সহজে মানিয়ে যায় প্যানোরা। শুধু তাই নয়, বাইরের খোলা স্থানেও ব্যবহার করা যাবে নিশ্চিন্তে।

প্রচলিত বর্গাকৃতির টাইলস থেকে প্যানোরার বিশেষত্ব এর লম্বাটে অনুপাত। এই আকারের টাইলস সাজানো যায় নানা রকম সৃজনশীল লেআউটে, যা ফ্লোরকে দেয় একেবারেই ভিন্ন চরিত্র। পশ্চিমা স্থাপত্যে এ ধরনের প্যাটার্ন ইতিমধ্যেই জনপ্রিয়, এবার সেই ধারা পৌঁছাবে দেশীয় ঘর ও স্থাপনায়ও।

প্যানোরা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://akijceramics.net/panora/

এআইএস