পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেড ডেনিম কাপড়ের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদ দুই সেট যন্ত্রপাতি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। 

রোববার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ইভিন্স টেক্সটাইল কর্তৃপক্ষ তাদের ডেনিম কাপড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই সেট নতুন ক্যাপিটাল যন্ত্রপাতি আমদানি করবে। যন্ত্রপাতির মধ্যে রয়েছে এক সেট কন্টিনিউয়াস ডেনিম ডায়িং সাইজিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড অ্যাক্সেসরিজ এবং এক সেট হাইস্পিড ওয়ার পিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড অ্যাক্সেসরিজ।

কোম্পানিটি বলছে, তারা এই যন্ত্রপাতিগুলো তাইওয়ানের প্যানন ব্র্যান্ডের কাছ থেকে সংগ্রহ করবে। পণ্যটি কারখানায় পৌঁছানো পর্যন্ত মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২ লাখ মার্কিন ডলার। গত ৩০ আগস্টের এক্সচেঞ্জ রেট ১২১ টাকা ৮৬ পয়সা ধরে যা দাঁড়ায় ১৪ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকা।

এমএন