ফুডি শপে মিলবে আগোরার সব পণ্য
দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন আগোরা ও ফুডি এক্সপ্রেস লিমিটেডের অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম ফুডি শপের মধ্যে পার্টনারশিপ চুক্তি সই হয়েছে। এ চুক্তির ফলে আগোরার সব ধরনের পণ্য এখন ফুডি শপ প্ল্যাটফর্মে পাওয়া যাবে। গ্রাহকরা ঘরে বসেই আরও দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন অনলাইন শপিং সুবিধা উপভোগ করতে পারবেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) আগোরার প্রধান কার্যালয়ে এ চুক্তি সই করা হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আগোরার পরিচালক মোয়াল্লেম এ চৌধুরী, চিফ অপারেটিং অফিসার খন্দকার নূর–এ–বোরহান, সিএফও ও কোম্পানি সেক্রেটারি মো. রেজাউল করিম এবং হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স খালেদুর রসুল উপস্থিত ছিলেন।
আর ফুডি এক্সপ্রেস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান, ম্যানেজার হৃদিতা শাওন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাজওয়ার রিজভী এবং সিনিয়র এক্সিকিউটিভ সাইয়েদ আবদুল্লাহ আল বাকী।
বিজ্ঞাপন
এসময় উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রত্যাশা জানিয়ে বলেন, নতুন এ উদ্যোগের মাধ্যমে দেশের অনলাইন গ্রোসারি খাতে নতুন মাত্রা যুক্ত হবে। ফুডি শপের দ্রুত ডেলিভারি সেবা ক্রেতাদের সময় বাঁচাবে এবং অনলাইন শপিংকে করবে আরও সুবিধাজনক ও নির্ভরযোগ্য।
ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, আমরা বিশ্বাস করি এই পার্টনারশিপ বাংলাদেশের অনলাইন গ্রোসারি বাজারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আগোরার মানসম্মত ও বৈচিত্র্যময় পণ্যের সঙ্গে ফুডি শপের দ্রুত ডেলিভারি এবং প্রযুক্তিনির্ভর সেবা একসাথে মিলিয়ে গ্রাহকদের জন্য আরও স্মার্ট, সহজ ও নির্ভরযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করবে। আমাদের লক্ষ্য হলো গ্রাহকের সময় বাঁচানো এবং তাদের জীবনকে আরও সুবিধাজনক করা।
আরএইচটি/জেডএস