ফার্স্টট্রিপ আনুষ্ঠানিকভাবে রবি এলিট লয়্যালটি প্রোগ্রামের সঙ্গে একটি চুক্তি (MoU) স্বাক্ষর করেছে।

গত ২৩ সেপ্টেম্বর ঢাকার রবি আজিয়াটা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় রবি এলিট ক্লাব গ্রাহকরা ফার্স্টট্রিপ থেকে পাবেন ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিংয়ে বিশেষ অফার এবং প্রায়োরিটি সার্ভিস। যা রবি এলিট গ্রাহকদের ভ্রমণকে করবে আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য।

চুক্তিটি উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে বিনিময় করা হয়। রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ. এস. এম. ফয়সাল, জেনারেল ম্যানেজার, লয়্যালটি ও পার্টনারশিপ; তাসনিয়া আফরিন, ম্যানেজার, লয়্যালটি ও পার্টনারশিপ; এবং নাহরিন জামান মিতুল, প্রজেক্ট কো-অর্ডিনেটর, লয়্যালটি ও পার্টনারশিপ। ফার্স্টট্রিপ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মীর তাজমুল হোসেন, হেড অব মার্কেটিং; আয়শা নাওয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাম্পেইন ও পার্টনারশিপ; কাজী নিগার সুলতানা এবং মোহাম্মদ নাশীব, এক্সিকিউটিভ, ক্যাম্পেইন ও পার্টনারশিপ।

ফার্স্টট্রিপ, দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম, যা ইউএস-বাংলা এয়ারলাইন্সের Sister Concern (সহযোগী প্রতিষ্ঠান), সবসময় গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা, পার্সোনালাইজড অফার এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের ক্রমবর্ধমান ভ্রমণ বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখল করার জন্য প্রযুক্তি, নির্ভরযোগ্যতা এবং গ্রাহক চাহিদার ওপর প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এআইএস