ঘোষিত লভ্যাংশ বণ্টন করে তথ্য ও প্রযুক্তি খাতের একটি কোম্পানি আজ রোববার (২৮ সেপ্টেম্বর) ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত হয়ে ‘বি’ শ্রেণিতে স্থানান্তরিত হয়েছে। তবে এদিন বস্ত্র খাতের আরেকটি কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বণ্টন করতে না পারায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ শ্রেণিভুক্ত হয়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুযায়ী, তথ্য ও প্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস পিএলসি-র ২০২৩-২৪ অর্থবছরের (সমাপ্ত ৩০ জুন ২০২৪) ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ বণ্টন সম্পন্ন হয়েছে। এজন্য আজ থেকে কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করেছে ডিএসই। 

অন্যদিকে, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি-র ২০২৩-২৪ অর্থবছরের ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বণ্টন না করায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ডিএসইর ‘জেড’ ক্যাটাগরিতে বর্তমানে তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা ৯৮টি। আজ একটি কোম্পানি ‘জেড’ থেকে তালিকাচ্যুত এবং একটি কোম্পানি ‘জেড’ শ্রেণিভুক্ত হওয়ায় এই ক্যাটাগরিতে কোনো পরিবর্তন হয়নি।

রোববার ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে ১৯টির দর বেড়েছে, কমেছে ৫৬টির এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।

এমএমএইচ/এমএসএ