অবৈধ সম্পদ : বাবুল চিশতীর দুই শ্যালকসহ ৪ জনের চার্জশিট অনুমোদন
ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, তার ছেলে ও দুই শ্যালকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে চার্জশিট অনুমোদন হয়েছে বলে জনসংযোগ দপ্তর জানিয়েছে। ২০২০ সালের ২৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল বাদী হয়ে মামলাটি করেছিলেন।
বিজ্ঞাপন
২৪ কোটি টাকার এই অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগে অনুমোদিত চার্জশিটের অপর আসামিরা হলেন– বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী এবং দুই শ্যালক গোলাম রসূল ও মোস্তফা কামাল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আসামি মোহাম্মদ গোলাম রসুল অন্য আসামিদের সহায়তায় দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৫ লাখ ৫৬ হাজার ৮৯৫ টাকা গোপন রেখে মিথ্যা বা ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। এ ছাড়া তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২৩ কোটি ৯০ লাখ ৯৩ হাজার ২৭৭ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখেন।
তদন্ত প্রতিবেদন বলছে, বাবুল চিশতী, তার ছেলে রাশেদুল ও শ্যালক মোস্তফা কামাল তাদের আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান ও মালিকানা গোপন করে বৈধ করার উদ্দেশে আসামি গোলাম রসূলকে ব্যবহার করেছেন। যা মূলত তাদের অবৈধভাবে অর্জিত অর্থ।
আরএম/এসএসএইচ