আইগ্যাস ইউনাইটেডের সঙ্গে সিয়াম আহমেদের যাত্রা শুরু
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সঙ্গে যুক্ত হয়েছেন। এটি হলো তুরস্কের বিখ্যাত এলপিজি ব্র্যান্ড আইগ্যাস (যার ৬৫ বছরের বিশ্ব অভিজ্ঞতা আছে) এবং বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপের একটি যৌথ প্রতিষ্ঠান।
সম্প্রতি রাজধানীর ইউনাইটেড গ্রুপের হেড অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন— ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হারুন ওর্তাজসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির অধীনে সিয়াম আহমেদ আইগ্যাস ইউনাইটেডের ব্র্যান্ড প্রচারণায় অংশ নেবেন।
বিজ্ঞাপন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আহমেদ বলেন, ‘প্রতিটি পরিবারের জন্য নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা সবসময়ই অগ্রাধিকার পায়, আমার পরিবারও এর ব্যতিক্রম নয়। আইগ্যাস ইউনাইটেড মানে কোয়ালিটি সম্পন্ন একটি এলপিজি। এটির আন্তর্জাতিক অভিজ্ঞতাও রয়েছে। বাংলাদেশের লাখো পরিবারের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য জ্বালানির সমাধান নিশ্চিত করতে কাজ করছে এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।
ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সিইও হারুন ওর্তাজ বলেন, আমরা আনন্দিত যে সিয়াম আহমেদকে আইগ্যাস ইউনাইটেড ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করতে পেরে। তরুণ প্রজন্ম ও পরিবারগুলোর কাছে তার জনপ্রিয়তা ও ইতিবাচক প্রভাব আমাদের ব্র্যান্ডের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। সিয়াম আহমেদের সঙ্গে আমাদের ব্র্যান্ডের এই অংশীদারিত্ব ভোক্তাদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
এমএন