মামলার পর সেই এনবিআর সদস্য বেলালকে বদলি
দুদকের মামলার আসামি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইনকে বদলি করা হয়েছে। তাকে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে আপিল ট্রাইব্যুনালের বর্তমান প্রেসিডেন্ট মো. লুৎফর রহমানকে তার স্থলে দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অপর এক আদেশে আজই জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের এই কর্মকর্তাকে তার বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে অবমুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গতকাল ৭ অক্টোবর জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় তার বিরুদ্ধে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনেরও অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
আরএম/এমজে