মার্কেটিং পেশাজীবীদের সংগঠন ব্র্যান্ড প্র্যাক্টিশনারস বাংলাদেশের (বিপিবি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৫.০’। 

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানে রেনেসাঁস হোটেলে অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেন তিন শতাধিক পেশাজীবী ও দেশের শীর্ষ ব্র্যান্ডের নেতৃস্থানীয় ব্যাক্তিত্বরা।

দিনব্যাপি এ আয়োজনে আটটি ইনসাইট ও প্যানেল সেশনে ২৫ জন বক্তা আলোচনা করেন ইনোভেশন, কনজিউমার ট্রেন্ড, কমপ্লায়েন্স, লিডারশিপ এবং কোলাবরেশনের মতো বিষয় নিয়ে। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এই ফেস্টের মূল থিম ছিল ‘Innovation Nourishes Growth’।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মাদ ইলিয়াস। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘ইনোভেশন, মার্কেট ইনসাইট আর কোলাবরেশন এখন বাংলাদেশের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছে। এই উৎসব কেবল একটি আয়োজন নয়, এটি একটি শেখার আন্দোলন।’

দিনের প্রথম সেশন ছিল “The Market We Serve: Current Realities and Future Prospects of Food & Beverage”। পরিচালনা করেন ওয়াকিদ হায়দার, সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার, মার্কেটিং, সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড।

প্যানেলে ছিলেন মাহবুব হোসেন সজিব (আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড), মোহাম্মদ আনিসুল ইসলাম (প্যান্ডামার্ট, ফুডপান্ডা), মোরতুজা আহমেদ (মিনা বাজার), মো. তাসবি মাহবুব (ফুড মার্কেটিং প্র্যাকটিশনার) এবং রজীব সাহা (কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড)। 

তারা বলেন, বাংলাদেশের ফুড মার্কেট এখন দ্রুত পরিবর্তনশীল— যেখানে ভোক্তার অভ্যাস, প্রযুক্তি আর পণ্য উন্নয়ন একসাথে নতুন প্রবণতা তৈরি করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ এমডি, সিএক্সও, সিএমও এবং বিভিন্ন ব্র্যান্ড লিডার। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় গালা ডিনার, যেখানে অংশ নেন দেশের শীর্ষ ব্র্যান্ড, এজেন্সি, উদ্যোক্তা ও মার্কেটিং বিশেষজ্ঞরা।

এমএন