দেশের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস সাভারের হেমায়েতপুরে তাদের নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেছে। পরপর ছয়বারের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এবং দুইবারের সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের ১ নম্বর টাইলস ব্র্যান্ডটি ‘প্রমিজ অব পারফেকশনের’ অঙ্গীকারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (১২ অক্টোবর) সাভারের হেমায়েতপুরের সিঙ্গাইর রোডে ‘মেসার্স উষা স্যানিটারি অ্যান্ড টাইলস হাউজ’ নামে আকিজ সিরামিকস এর নতুন এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারটির উদ্বোধন করা হয়। 

আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম শোরুমটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, শোরুমের স্বত্বাধিকারী মো. আবুল খায়েরসহ আকিজ বশির গ্রুপের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

বর্তমানে সারা দেশে আকিজ সিরামিকসের ১৫০টিরও বেশি এক্সক্লুসিভ শোরুম রয়েছে। নতুন এই শোরুম উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ঢাকার আশেপাশের ক্রেতাদের আরও কাছে পৌঁছাতে এবং উন্নত সেবা প্রদানে এক ধাপ এগিয়ে গেল।

জেডএস