পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি (সাবেক পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার) লিমিটেডের ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই এ সংক্রান্ত অভিযোগ নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

অভিযুক্ত নিরীক্ষা প্রতিষ্ঠানটি হলো- শফিক বাসাক কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত ৯৭৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভা শেষে বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোয়েস্ট বিডিসির ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন প্রদানের ক্ষেত্রে যথাযথভাবে পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। আলোচিত অর্থবছরে এই কোম্পানিটির আর্থিক প্রতিবেদন নিরীক্ষার কাজে নিয়োজিত ছিল শফিক বাসাক কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

বিএসইসি আরও জানায়, যেহেতু বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে, সেহেতু এই নিরীক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি এফআরসিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএমএইচ/এমএন