পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ৩২টি স্থাপনায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে ব্র্যাক। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এর সহযোগিতায় এই প্রকল্পে ৪ দশমিক ৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে। ব্র্যাক ও ইডকলের যৌথ অর্থায়নে এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে ইডকল।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এবং ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন। 

জানা গেছে, প্রকল্পের আওতায় দেশের ২১টি জেলায় ব্র্যাকের এই ৩২টি স্থাপনার আকার ও কার্যক্রম অনুযায়ী সৌরবিদ্যুতের সক্ষমতা নির্ধারিত হবে। এর ভিত্তিতে কিছু স্থাপনায় সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে ৫১১ কিলোওয়াট।

এ সময় ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান এবং ব্র্যাকের পক্ষ থেকে জলবায়ু কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী ও চিফ ফাইনানসিয়াল অফিসার সাব্বির আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের মাধ্যমে ব্র্যাকের বিভিন্ন কার্যালয় ও স্থাপনার পাশাপাশি ব্র্যাক এন্টারপ্রাইজেস, আয়েশা আবেদ ফাউন্ডেশন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের নেট মিটারিং নীতি অনুযায়ী উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে ক্রেডিট বা আর্থিক সুবিধা পাওয়া যাবে। 

টিআই/এমএসএ