বড় লোকসানে ওরিয়ন ফার্মা, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত
ওষুধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বড় লোকসান করেছে। আলোচিত অর্থবছরে কোম্পানির লোকসানের পরিমাণ ৪১ কোটি টাকার বেশি। এই বড় লোকসানের কারণে আলোচিত অর্থবছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশের সুপারিশ করা হয়। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে ওরিয়ন ফার্মা।
বিজ্ঞাপন
কোম্পানির দেওয়া তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ১ টাকা ৭৭ পয়সা হিসেবে তাদের নিট লোকসান হয়েছে ৪১ কোটি ৪২ লাখ টাকা। আগের অর্থবছরে কোম্পানির নিট মুনাফা হয়েছিল ৩১ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যাবধানে ওষুধ খাতের এই কোম্পানিটির ব্যবসায় বড় পতন হয়েছে।
এই বড় লোকসানের কারণে ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের অর্থবছরে বিনিয়োগকারীরা ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি ২০১৫-১৬ অর্থবছর থেকে ধারাবাহিক লভ্যাংশ দিয়ে আসছে। এবার সেই লোকসানের কারণে বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত করার সিদ্ধান্ত নিলো।
বিজ্ঞাপন
২০২৪-২৫ অর্থবছরের এজেন্ডাগুলোতে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ ডিসেম্বর বিকেল ৪টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। কোম্পানির রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ওরিয়ন হাউজে এ সভা অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়াল মাধ্যমেও অংশগ্রহণ করা হবে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২৩ কোটি ৪০ লাখ শেয়ারের বিপরীতে কোম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ১৩৪ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ারের ৪৭ শতাংশের মালিকানা সাধারণ বিনিয়োগকারীদের হাতে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২১ শতাংশ শেয়ারের মালিকানা। কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে মাত্র ৩২ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে।
এমএমএইচ/এনএফ