ফুডি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন পার্টনারশিপ চুক্তি
দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি এক্সপ্রেস লিমিটেড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মধ্যে নতুন পার্টনারশিপ চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচে ফুডি এক্সপ্রেস লিমিটেড স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে।
সোমবার বাফুফের হেড অফিসে এই চুক্তি সই করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে উপস্থিত ছিলেন
সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস, ক্রয় কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য ইকবাল হোসেন, এবং প্রতিযোগিতা কমিটির সদস্য তাজওয়ার আওয়াল।
অন্যদিকে, ফুডি এক্সপ্রেস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিইউও) মো. শাহনেওয়াজ মান্নান এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইনজামুল হোসেন।
বিজ্ঞাপন
যৌথভাবে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা ফুটবলকে আরও পেশাদার, প্রাণবন্ত ও দর্শকবান্ধব করতে একসঙ্গে কাজ করব। আমাদের লক্ষ্য, দেশের তরুণ প্রজন্মকে মাঠের খেলায় যুক্ত করা এবং ফুটবলের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের ধারা সৃষ্টি করা।
উভয় পক্ষই এই সহযোগিতা দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরএইচটি/এনএফ