করোনার প্রভাব
ভারতে অর্থনেতিক সংকোচনের হার ৪.৪ শতাংশ
এখনও পর্যন্ত ১৮ কোটি ১৮ লাখ ৬১ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৯ লাখ ৩৮ হাজারেরও বেশি। এই সংকট মোকাবিলা করতে লকডাউনসহ নানা কড়া পদক্ষেপের ফলে গোটা বিশ্বের অর্থনীতিতে বড় একটা প্রভাব পড়েছে।
চলমান এই মহামারির বড় একটা প্রভাব ফের দেখা গেলে ভারতীয় অর্থনীতিতে। মহামারি মধ্যে অর্থনীতির নানা বাকবদলের মাঝেও যেখানে সম্পদ বৃদ্ধি হয়েছে সারা বিশ্বের, সেখানে ফের একবার অর্থনৈতিক সংকোচনের মুখে ভারত।
বিজ্ঞাপন
২০২১ সালে গোটা বিশ্বে যেখানে অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.৮% সেখানে ভারতের অর্থনৈতিক সংকোচনের হার ৪.৪%। এমনকি, মাথাপিছু আয়ের হিসেবেও পিছিয়ে পড়েছে ভারত।
মহামারির পুরো সময় জুড়ে চাকরি হারানো, বেতন না পাওয়া ও বেকারত্বের কারণে অল্প সময়ের মধ্যেই কমেছে মাথাপিছু আয়।
বিজ্ঞাপন
ক্রেডিট সুইসের একটি প্রতিবেদন থেকে এসব জানা যায়। এ প্রতিবেদনে আরও বলা হয়েরেছ, ২০২১ সালে পারিবারিক সম্পত্তির হিসাবে প্রতিটি পরিবারের সম্পত্তি ৪.৪% হ্রাস পেয়েছে। ব্যক্তি সম্পত্তির ঘাটতির পরিমাণ আরও বেশি। ৬.১% হারে হ্রাস পেয়েছে দেশের গড় ব্যক্তি-সম্পত্তির পরিমাণ।
প্রতিষ্ঠানটির সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালে ভারতে গড় ব্যক্তি-সম্পত্তির মোট পরিমাণ ছিল ১০ লাখ ৫৭ হাজার ১৭৭ টাকা। ২০০০ সাল থেকে ২০২০ সাল অবধি প্রতি বছর এই সম্পত্তি ৮.৮% হারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক স্তরে বৃদ্ধির পরিমাণ ছিল ৪.৮%। কিন্তু এবার বদলে গেছে সব হিসাব।
তবে দেশের সম্পদ ও মাথাপিছু আয় কমলেও মহামারির মধ্যেও কার্যত এক রয়েছে ধনীদের আয়।
এনএফ