পণ্যের দাম নিয়ন্ত্রণে লকডাউনেও অভিযান
ভোক্তা অধিদফতরের অভিযান
করোনাভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউনের সুযোগে কেউ যেন নিত্যপণ্যের বাজার অস্থির না করতে পারেন, সেজন্য মাঠে নেমেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।
এ লক্ষ্যে শনিবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় অধিদফতরের ছয়টি দল। পণ্যের মূল্য তালিকা না থাকা, বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
জানতে চাইলে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ বিষয়ে ঢাকা পোস্টকে বলেন, কঠোর বিধিনিষেধকে (লকডাউন) কেন্দ্র করে কেউ যেন নিত্যপণ্যের বাজার অস্থির করতে না পারেন, এ জন্য শনিবার ছুটির দিনে বাজারে বিশেষ অভিযান শুরু হয়েছে। অধিদফতরের ছয়টি ও বাণিজ্য মন্ত্রণালয়ের দুটিসহ মোট আটটি টিম বাজার মনিটরিং করেছে। বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও তাহমিনা বেগমের নেতৃত্বে রাজধানীর কলাবাগান, নিউমার্কেট বনলতা কাঁচাবাজার, নিউমার্কেট ডি-ব্লক সুপার মার্কেট, পলাশী বাজার, লালবাগ কেল্লার মোড় বাজার, রায়েরবাজার শ্যামবাজার, বাবুবাজার চালের আড়ৎ, বাদামতলী ফলের আড়ৎ ও রায়সাহেব বাজারে অভিযান চালানো হয়েছে। পণ্যের মূল্য তালিকা না থাকা, বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
অধিদফতরের উপপরিচালক আফরোজা রহমান, মো. মাসুম আরেফিন এবং সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিকের নেতৃত্বে রাজধানীর গুলশান, বসুন্ধরা, ভাটারা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা ও মেরাদিয়া এলাকায় বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে আট হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসআই/আরএইচ