ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের কমিশনারের দুই পদে রদবদল হয়েছে।

চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. মাহবুবুজ্জামানকে বদলি করে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে চট্টগ্রামের কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক এ কে এম মাহবুবুর রহমানকে চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব মো. সামচ্ছুদ্দীনের স্বাক্ষর করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩ জানুয়ারি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা-২ এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেটের কমিশনার, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এবং চট্টগ্রাম বন্ড কমিশনারেটের কমিশনার পদে রদবদল করেছিল এনবিআর।

আরএম/এমএইচএস