‘বঙ্গবন্ধুর বিশ্বাস ছিল এদেশের মানুষ তাকে হত্যা করবে না’
বঙ্গবন্ধুর অগাধ বিশ্বাস ছিল, এদেশের মানুষ তাকে হত্যা করবে না। এমনটাই মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।
শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত করপোরেশন) শিবনাথ রায়, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু।
বিজ্ঞাপন
শিল্পমন্ত্রী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে। এই স্বাধীনতাবিরোধীরাই বাঙালি ইতিহাসের চাকাকে ঘুরাতে চেয়েছিল, কিন্তু তা পারেনি।
জাতির পিতা স্বল্পকালীন জীবনে যা দিয়ে গিয়েছেন, তা একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দর্শন উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, আমাদের নতুন করে আর কিছু প্রয়োজন হবে না। বঙ্গবন্ধুর এই রাজনৈতিক দর্শনই একটি সুখী সমৃদ্ধ জাতি গঠনের জন্য যথেষ্ট।
বিজ্ঞাপন
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করে বিশ্বের বুকে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।
এসময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বঙ্গবন্ধুর প্রকৃত জীবনদর্শন সম্পর্কে না জেনে আজ সুবিধাভোগীরা তার সম্পর্কে যে-যেভাবে পারছে কথা বলছে। আওয়ামী লীগ সেজে নিজেদের স্বার্থ হাসিল করছে, এজন্য আওয়ামী লীগ শঙ্কিত।
শিল্প সচিব বলেন, বঙ্গবন্ধু একটি চেতনা ও প্রতিষ্ঠানের নাম। ১৫ আগস্ট আমাদের রক্ত ও আত্মার মধ্যে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর প্রতিজ্ঞাকে এগিয়ে নিতে হবে। শিল্পায়ন নিয়ে জাতির পিতা যে স্বপ্ন দেখেছেন, তা আমাদের বাস্তবায়ন করতে হবে।
পরে ২০তম বিসিএস প্রশাসন ক্যাডারের পক্ষে শিল্পমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মো. আব্দুল ওয়াহেদ এবং শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব শামিম সুলতানা মুজিব শর্তবর্ষের স্মারকগ্রন্থ ‘অনুভবে বঙ্গবন্ধু’ গ্রন্থটি শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী ও শিল্প সচিবকে উপহার দেন।
এর আগে শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী ও শিল্প সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রণালয়ের লবিতে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর কর্নার পরিদর্শন, খাদ্য সামগ্রী বিতরণ এবং শিল্প মন্ত্রণালয়ের চত্বরে বৃক্ষরোপণ করেন।
এসআই/এমএইচএস