আয়কর বিভাগের ১০ কর কমিশনার ও সমমানের পদে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাদেরকে পদোন্নতি দেওয়া হলেও একই স্থানে বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) এনবিআরের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশ সূত্রে জানা গেছে, ঢাকা ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য আবু সাঈদ মো. মুস্তাক, মো. রফিকুল ইসলাম চৌধুরী, রনজিত কুমার সাহা এবং একই জায়গার সদস্য মো. মাহবুবুর রহমানকে চলতি দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে স্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া রংপুর কর কমিশনারের আবু হান্নান দেলওয়ার হোসেন, ঢাকার কর অঞ্চল-৮ কর কমিশনার আবু মোহাম্মদ কামরুল হাসান, কর পরিদফতরের মহাপরিচালক মোহাম্মদ মাসুদ, কর অঞ্চল-১০ এর কর কমিশনার লুৎফুল আজীম, রংপুর ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য মো. আসাদুজ্জামান এবং গাজীপুরের কর কমিশনার মো. খাইরুল ইসলামকেও চলতি দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে স্থায়ী দায়িত্ব একই স্থানে বহাল রাখা হয়েছে।

এর আগে গত ৯ আগস্ট এনবিআরের এক আদেশে ৬ কর কমিশনার পদে পদোন্নতি ও রদবদল করা হয়েছিল। রাজস্ব আদায়ে গতি ফেরাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আরএম/জেডএস