আধুনিক প্রযুক্তির আত্মীকরণের মাধ্যমে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে আজ (২৬ জানুয়ারি) উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। 

২০০৯ সালে প্রথমবার সারা বিশ্বে একযোগে কাস্টমস দিবস পালন করা হয়। গত কয়েক বছর থেকে প্রায় দেড় শতাধিক দেশে কাস্টমস দিবস পালন করা হয়। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের ১৯৩টি দেশে কাস্টমস দিবস পালন করার লক্ষ্য নির্ধারণ করেছে।

এবারে কাস্টমস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- 'customs bolstering recovery, renewal and resilience for the sustainable supply chain'। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

করোনা মহামারির বছরে কাস্টমস দিবসে বড় ধরনের আয়োজন করছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল সেমিনার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার আন্তর্জাতিক কাস্টমস দিবসে সকাল ১১টায় এনবিআর চেয়ার‌ম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসাবে যুক্তি হবেন। এছাড়া সেমিনারে ফেডারশেন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, করোনার কারণে এবার আড়ম্বপূর্ণ অনুষ্ঠান হবে না। এবার সীমিত পরিসরে জনসমাগম এড়িয়ে প্রচার-প্রচারণা চালানোর মাধ্যমে দিবসটি পালন করা হবে। কাস্টমস এখন শুধু রাজস্ব আহরণ করে না। কাস্টমস এখন ট্রেড ফ্যাসিট্রিলেশন, সিকিউরিটি, আন্তর্জাতিক জঙ্গিবাদ দমন, পরিবেশ সুরক্ষা, দেশীয় শিল্পের বিকাশে সরাসরি অবদান রেখে আসছে। করোনার মধ্যেও কাস্টমস থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আহরণ হয়েছে ৩৩ হাজার ৬৪৩ কোটি ১২ লাখ টাকা। এ সময় প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭৭ শতাংশ। এর মাধ্যমে প্রমাণ হয় করোনার কারণে সাপ্লাই চেইনের কাস্টমস বাধার সৃষ্টি হতে দেয়নি।

১৯৫০ সালের ১৫ ডিসেম্বর ব্রাসেলসে কাউন্সিল অব কাস্টমস কো-অপারেশন (CCC) গঠিত হয়। দুই বছর পর ১৯৫২ সালের ৪ নভেম্বর শুরু হয় এর কার্যক্রম। ১৯৫৩ সাল থেকে ২৬ জানুয়ারি এটির প্রথম সেশনে ইউরোপের ১৭টি দেশ উপস্থিত ছিল। তারা বিশ্বব্যাপী সাংগঠনিক কর্মকাণ্ডের সূচনা করে। ১৯৯৪ সালে কাউন্সিল অব কাস্টমস কো-অপারেশনের নাম পাল্টে গঠিত হয় ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন। 

আরএম/এইচকে