করের সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, সহকারী কর কমিশনার বরখাস্ত
বরখাস্ত হওয়া সহকারী কর কমিশনার মো. মেজবাহউদ্দিন আহমেদ/ ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় কোষাগারে করদাতাদের গচ্ছিত সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের দায়ে সহকারী কর কমিশনার মো. মেজবাহউদ্দিন আহমেদকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অর্থ মন্ত্রণালয় অধিশাখা-২ (কর) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্ট-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা কর অঞ্চলের সহকারী কর কমিশনার (সাময়িক বরখাস্ত) মো. মেজবাহউদ্দিন আহমেদ কর অঞ্চলের আওতাধীন বিভিন্ন কর সার্কেলে কর্মরত থাকাকালীন করদাতাদের পে-অর্ডার, ডিডি, ক্রসচেক ইত্যাদি সরকারি কোষাগারে জমা না দিয়ে বিভিন্ন ব্যাংক হিসাবে অবৈধভাবে রেখেছেন। এরপর নিজের স্বাক্ষরিত চেকের মাধ্যমে তিন কোটি ৫০ লাখ ২৬ হাজার ৯২৯ টাকা তুলে আত্মসাৎ করেন।
সেখানে বলা হয়, সরকারি অর্থ আত্মসাতের ফলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩ (খ) ও ৩ (ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণাতার দায়ে অভিযোগ ২০১৯ সালের ১ জানুয়ারি বিভাগীয় মামলা করা হয়। এরপর কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না- সে মর্মে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
ওই কারণ দর্শানোর নোটিসের জবাবে প্রস্তাবিত শাস্তির বিপক্ষে তিনি কোনো গ্রহণযোগ্য যুক্তি দিতে পারেননি। এরই প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী মেজবাহউদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়।
একইসঙ্গে মেজবাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রস্তাবিত শাস্তি দেওয়ার বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনও একমত পোষণ করেন। পরবর্তী সময়ে গত ২৩ জানুয়ারি রাষ্ট্রপতি এর অনুমোদন দেন।
এরপরই আজ সরকারি চাকরি থেকে তাকে বরখাস্ত করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আরএম/এফআর