প্রতীকী ছবি

বহুজাতিক কোম্পানি বার্জার বাংলাদেশ লিমিটেড এবং ওষুধ খাতের কোম্পানি দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেডসহ পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বাকি দুই কোম্পানি হলো- বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে বার্জার এবং একমির মুনাফা বেড়েছে। অলটেক্সের লোকসান করেছে। আর ইয়াকিন পলিমারের লোকসান আরও বেড়েছে। কোম্পানিগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী মঙ্গলবার (২৬ জানুয়ারি) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত বছরের অর্থাৎ অক্টোবর-৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এরপর তা প্রকাশ করা হয়।

চার কোম্পানির মধ্যে বার্জার বাংলাদেশ লিমিটেড চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। করোনার এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৪৫ পয়সা। যা গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১৪ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ ৯ পয়সা ইপিএস অর্থাৎ মুনাফা বেড়েছে।

২০২০-২১ অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ৩৬ টাকা ৩ পয়সা। যা এর আগের বছরের একই সময় ইপিএস ছিল ৩৪ টাকা ৯৭ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১০ টাকা ৭৩ পয়সা।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর –৩১ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা। চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৬৬ পয়সা। ফলে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ৯১ টাকা ২৮ পয়সা।

এদিকে দ্বিতীয় প্রান্তিকে কিছুটা লোকসান কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানির তথ্য মতে, প্রতিষ্ঠানটির বিদায়ী প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ ৩২ পয়সা লোকসান কমেছে। ৩১ ডিসেম্বর ২০২০ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৫০ পয়সা।

এছাড়াও ইয়াকিন পলিমার লিমিটেডও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩ পয়সা।

ফলে চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। এর আগের বছর ছিল শেয়ার প্রতি আয় ছিল ১ পয়সা।

এমআই/এমএইচএস