সিটি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির নতুন চেয়ারম্যান
সিটি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির নতুন চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা
বেসরকারি সিটি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা। রোববার (৭ ফেব্রুয়ারি) ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি আনোয়ার হোসাইন সিটি ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি একই কমিটির সদস্য ছিলেন। তিনি মেঘনা ব্যাংক শরীয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং বিগত সময়ে সোশ্যাল ইসলামী ব্যাংক শরীয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
ড. আনোয়ার উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসা, ঢাকার অধ্যক্ষ। একইসঙ্গে তিনি ঢাকার রমনা পুলিশ কমপ্লেক্স জামে মসজিদের খতিব এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকার ইসলামিক স্টাডিজ বিভাগের এডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন খ্যাতিমান ইসলামিক স্কলার এবং নিয়মিত বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে রেডিও, টেলিভিশন ও ভার্চুয়াল মিডিয়ায় আলোচনা করে থাকেন বলেও উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
ড. আনোয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তার “দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ ও যাকাত : একটি তুলনামূলক পর্যালোচনা” শীর্ষক গবেষণা অভিসন্ধর্ভের জন্য পিএইচডি ডিগ্রি এবং “বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে মাদরাসা শিক্ষা ও সাধারণ শিক্ষা : একটি তুলনামূলক আলোচনা” শীর্ষক গবেষণা অভিসন্ধর্ভের জন্য এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে এমএ ডিগ্রি এবং রিয়াদের কিং সউদ বিশ্বদ্যিালয় থেকে আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি বিষয়ে এমএল ডিগ্রি অর্জন করেছেন। ড. আনোয়ারের একক ও যৌথভাবে আরবি এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে ২৬টি পুস্তক প্রকাশিত হয়েছে।
বিজ্ঞাপন
এসআই/এনএফ