সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাট-বাড়ি কিনতে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক
সরকারি কর্মকর্তাদের গৃহঋণ দেবে বেসরকারি ব্র্যাক ব্যাংক। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। এর ফলে স্থায়ী সরকারি কর্মকর্তারা ভবন নির্মাণ, প্রস্তুত করা ফ্ল্যাট বা বাড়ি কিনতে বা গ্রুপ কন্সট্রাকশনের জন্য গৃহঋণ নিতে পারবেন।
সোমবার (২ জানুয়ারি) ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
চুক্তি অনুযায়ী, সরকারি কর্মকর্তারা ২০ থেকে ৭৫ লাখ টাকা গৃহঋণ নিতে পারবেন।
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিল আফরোজা, উপসচিব নাজনীন সুলতানা ও সিনিয়র সহকারী সচিব মো. শাহিন রেজা, এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব লেন্ডিং মনিরুল ইসলাম রনি, সিনিয়র জোনাল হেড তাহের হাসানআল মামুন, হেড অব ব্রাঞ্চ গভর্নেন্স অ্যান্ড রিজিওনাল হেড আলী তালুকদার।
এসআই/জেডএস