প্রচলিত ধারা থেকে রূপান্তরিত হয়ে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করার জন্য পাঁচ দিন আংশিক বন্ধ থাকবে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যাংকিং সেবা। আগামী ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত ব্যাংকটির সেবা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, কনভেনশনাল সিবিএস হতে ইসলামিক সিবিএস-এ মাইগ্রেশন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত ব্যাচ, বিইএফটিএন ও আরটিজিএস লেনদেন সাময়িক বন্ধ রাখার আবেদনে সম্মতি দেয়া হয়েছে।

 

এসআই/টিএম