সিস্টেম মেইটেন্যান্স অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) কা‌রিগ‌রি উন্নয়নের জন্য‌ ব্র্যাক ব্যাংক পিএলসির ‘আস্থা’, ‘করপনেট’ অ্যাপ ও এম‌ফিনো সেবা কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে।  

বৃহস্প‌তিবার (৯ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের এ তথ্য জা‌নানো হয়েছে।

গ্রাহকদের ব্র্যাক ব্যাংক জানায়, সিস্টেম মেইটেন্যান্সের জন্য বৃহস্প‌তিবার দুপুর ১টা থেকে রোববার (১২ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ব্যাং‌কের করপনেট ও আস্থা অ্যাপ এবং এম‌ফিনো প্লাটফ‌র্মের বিএফ‌টিএন সেবা বন্ধ থাক‌বে।

এসআই/জেডএস