কী সিদ্ধান্ত হলো ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের প্রথম সভায়
নানা অনিয়ম-অব্যবস্থাপনা, অর্থ লুটপাট, পর্ষদের অযাচিত হস্তক্ষেপের কারণে দেশের প্রথম প্রজন্মের ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) পর্ষদ ভেঙে দেয় নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে। নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ড. সৈয়দ ফারহাত আনোয়ার।
বুধবার (২৭ ডিসেম্বর) নতুন চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের ৪৯১তম সভা অনুষ্ঠিত হয়। এসময় নবগঠিত পরিচালনা পর্ষদের স্বতস্ত্র পরিচালকরা ও অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পর্ষদের এক পরিচালক নাম প্রকাশ না করে ঢাকা পোস্টকে জানান, আজ প্রথম মিটিং হয়েছে। নতুন চেয়ারম্যানকে সবাই স্বাগত জানিয়েছেন। পাশাপাশি পরিচয় পর্বের সঙ্গে বছরের শেষ সময়ে ব্যাংকের কিছু রুটিং কাজ করা হয়েছে। আগামী সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কীভাবে ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা করা হবে।
অনিয়ম ও পর্ষদের পরিচালকদের স্বেচ্ছাচারিতায় আর্থিক অবস্থার অবনতিতে থাকা ন্যাশনাল ব্যাংকে ২০১৪ সালের ৪ অক্টোবর পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ ৯ বছর ধরে ব্যাংকটিতে পর্যবেক্ষক থাকলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং বিভিন্ন সময় অনিয়মকে প্রশ্রয় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেষ পর্যন্ত ব্যাংকটির মালিকানায় থাকা সিকদার পরিবারের সদস্যদের দ্বন্দ্বে পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আমানতকারীদের স্বার্থরক্ষায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুপারিশে ব্যাংক কোম্পানি আইনে দেওয়া ক্ষমতা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) এক আদেশে সমস্যা-জর্জরিত প্রথম প্রজন্মের ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেন। এর পরপরই কেন্দ্রীয় ব্যাংক সাত সদস্যবিশিষ্ট নতুন পর্ষদ গঠন করে।
নতুন পর্ষদে যারা আছেন
নতুন করে যে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে সেখানে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ড. সৈয়দ ফারহাত আনোয়ারকে। যিনি মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া পরিচালক হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন, পারভিন হক সিকদার, উদ্যোক্তা পরিচালক খলিলুর রহমান, সিকদার ইনস্যুরেন্স কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মো. সফিকুর রহমান ও উদ্যোক্তা শেয়ারধারী হিসেবে পরিচালক মোয়াজ্জেম হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক পরিচালক ড. সৈয়দ ফারহাত আনোয়ার শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন ৩৫ বছরেরও বেশি সময় ধরে। শিক্ষকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে দৈনিক কালের কণ্ঠে দেশের ৩০ জন শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একজন হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কানাডার নিউ ব্রান্সউইক বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং সিস্টেমে পিএইচডি করেছেন। ৭০-এরও বেশি প্রকাশনা রয়েছে তার। ড. সৈয়দ ফারহাত আনোয়ার সিঙ্গার (বাংলাদেশ) এবং মেঘনা ব্যাংকের পরিচালক হিসেবেও কাজ করেছেন। এশিয়া মার্কেটিং ফেডারেশনের সভাপতির পদে দায়িত্বপালন ছাড়াও বিভিন্ন অ্যাকাডেমিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি ড. ফারহাত শিক্ষা, ফার্মাসিউটিক্যালস, পোশাক, আইসিটি, রিয়েল এস্টেট এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে বিপণন, সামাজিক উদ্যোগ এবং ব্যবসায়িক কর্মকৌশলগত অ্যাডভাইজারি দায়িত্ব পালন করছেন।
এসআই/এসএসএইচ