মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ এস এম ফিরোজ আলম।

বুধবার (৩১ জুলাই) মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থে‌কে এ তথ‌্য জানা‌নো হ‌য়েছে।

ব‌্যাংক‌টি জানায়, ৩০ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের ৭০তম সভায় ফিরোজ আলম ওই পদে নির্বাচিত হন।

ফিরোজ আলম ১৯৬০ সালে পটুয়াখালী জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রাজুয়েশন সম্পন্ন করার পর তিনি বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত হন এবং নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ফিরোজ আলম টয়ো সিস্টেম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান।

ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি পটুয়াখালী জেলার কালাইয়াতে ‘শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন। তিনি ৬৫টি দেশে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করেছেন।

এসআই/কেএ