বাংলাদেশ ব্যাংকের সংগৃহীত ছবি

বিমা কোম্পানি তালিকাভুক্ত করতে ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের ঋণের বিপরীতে বিমা নেওয়ার ক্ষেত্রে বিমা কোম্পানি তালিকাভুক্তিতে তাদের ক্রেডিট রেটিং বিবেচনায় নেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে আবারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

জানা গেছে, কিছু কিছু ব্যাংক তাদের নিজস্ব বিবেচনায় বেসরকারি বিমা কোম্পানিকে তালিকাভুক্তি করছে। আবার কোনো কোনো ব্যাংক বিমাপত্র বা কভার নোট গ্রহণের ক্ষেত্রে বিমা কোম্পানিকে মেয়াদি আমানত রাখারও শর্তারোপ করছে বলে অভিযোগ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে বিমা কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে তাদের ক্রেডিট রেটিং বিবেচনা করার জন্য আবারও নির্দেশ দিল।
 
একই অভিযোগে ২০১১ সালের ১৩ মার্চ বিমা কোম্পানি তালিকাভুক্তিতে তাদের ক্রেডিট রেটিং বিবেচনায় নেওয়ার নির্দেশ দিয়েছিল। ঐ সার্কুলারে বলা হয়েছিল, বিমা অধিদফতর নিবন্ধিত যেকোনো বিমা কোম্পানির কাছে ঋণগ্রহীতা তার ঋণের জন্য বিমা করার অধিকার সংরক্ষণ করেন। ঋণদাতা ব্যাংক এ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। 

এদিকে, বিআরপিডির আরেক সার্কুলারে ঋণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং আর্থিকখাতে অধিকতর স্বচ্ছতা আনতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৫ এর ২(৮) ধারায় সংজ্ঞায়িত কোনো জনস্বার্থ সংস্থার অনুকূলে ব্যাংক ঋণ অনুমোদন ও নবায়নের সময় বাধ্যতামূলকভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস নিরীক্ষিত এবং স্টেকহোল্ডারদের জন্য প্রণীত হালনাগাদ বিধিবদ্ধ নিরীক্ষা রিপোর্ট এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ করে তা যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করার কথা বলা হয়।

এসআই/জেডএস