পদত্যাগ করলেন এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমান
বেসরকারি খাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান পদত্যাগ করেছেন।
রোববার ব্যাংকটির পরিচালনা সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।
বিজ্ঞাপন
পর্ষদের একাদিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্যাংকটির সংশ্লিষ্টরা জানান, বিগত দিনে ব্যাংকটির বিভিন্ন অনিয়ম দুর্নীতির বের করতে কাজ শুরু করেছে। প্রতিটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এমডি নিজেও বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগে চাপে রয়েছেন। এমন সময় হঠাৎ এমডি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এখন পর্যন্ত হাবিবুর রহমানের মেয়াদ ছয় মাস বাকি আছে। তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি।
রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পদত্যাগ করা সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাবিবুর রহমানের। তিনি ২০২২ সালের ডিসেম্বরে তিন বছরের জন্য ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে যোগদান করেন।
এসআই/এমএসএ