জিপ বাংলাদেশ– টলেডো মোটরস লিমিটেড, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হোসেন খালেদের সিটি ব্যাংক পিএলসি-র চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সাফল্য উদযাপন করেছে।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরার জিপ এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আনোয়ার গ্রুপের পরিচালকরা, জিপ কমিউনিটির সদস্য, অটোমোবাইলপ্রেমী এবং হোসেন খালেদের পরিবারের সদস্যরা।

সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ তার প্রতিষ্ঠানকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। সেইসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন ব্যাংকের গত কয়েক বছরের সফলতার কথা তুলে ধরেছেন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন অতিথিরা।

এমএসএ