আরটিজেএস লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা
ব্যাংকগুলোর অনলাইনে তাৎক্ষণিক ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থা ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজেএস)’ লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া সব কর্মদিবসে আরটিজেএস সেবার আওতায় লেনদেন পরিচালিত হবে নির্ধারিত নতুন সময় অনুযায়ী। আগামী ৫ অক্টোবর থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ গ্রাহকদের লেনদেন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বৈদেশিক মুদ্রার লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এছাড়া, আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফারের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। বৈদেশিক মুদ্রায় আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। আর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গ্রাহক লেনদেন শুধু অনলাইন প্ল্যাটফর্মে অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, করপোরেট সল্যুশনসহ অন্যান্য মাধ্যমে পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকসেবা উন্নত করা এবং ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এই সময়সূচি হালনাগাদ করা হয়েছে। সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আরটিজেএস একটি তাৎক্ষণিক পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে বড় অঙ্কের লেনদেন দ্রুত, নিরাপদ এবং নির্ভুলভাবে সম্পন্ন হয়। সরকারি ও বেসরকারি উভয় খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এই সেবার আওতায় দৈনন্দিন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে।
এসআই/এমজে