মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) ব্যাংকটির জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সম্মেলনটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন।
বিজ্ঞাপন
ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এর প্রধান মো. জাভেদ তারেক খান সম্মেলনের সঞ্চালনা করেন এবং ইউনিটগুলোর প্রধান এবং রিলেশনশিপ ম্যানেজাররা তাদের ব্যবসায় কৌশলগুলো উপস্থাপন করেন। এছাড়াও প্রধান কার্যালয়ের রিটেল ডিস্ট্রিবিউশন, সিআরএম, এফএডি এবং ট্রেজারি বিভাগের প্রধানরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিটগুলোর ২০২১ সালের বার্ষিক বাজেট মূল্যায়ন করা হয় এবং সম্মেলনে বাজেট অর্জনের কৌশল নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়াও সম্মেলনে সকলকে পরিষেবা খাতে দক্ষতা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রক নির্দেশিকার সঙ্গে সম্মতি রেখে গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
এসআই/এমএইচএস