ভ্যাকসিনের জন্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের তালিকা তৈরির নির্দেশ
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে তালিকা তৈরির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে দেশের সব তফসিলিভুক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এর আগে ব্যাংক কর্মীদেরও তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল আর্থিকখাতের এ নিয়ন্ত্রণ সংস্থা।
বিজ্ঞাপন
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এরইমধ্যে ভারত সরকারের দেওয়া উপহার ও প্রথম চালানের ৭০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। এ অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখসারিতে কর্মরতদের মধ্যে এসব টিকা প্রয়োগ করতে চায় সরকার। এ লক্ষ্যে তালিকা তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে এসব তালিকা তৈরির কাজ চলছে। এরই অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নির্দেশনা পেয়ে এ তালিকা তৈরির সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকার কোভিড-১৯ মহামারি মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্যাকসিন কেনার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে কোভিড ভ্যাকসিন সংগ্রহ করে জনগণকে টিকার আওতায় আনা হবে।
বিজ্ঞাপন
চুক্তির টিকার প্রথম চালান ঢাকায়
উপহারের ২০ লাখ ডোজ টিকার পর এবার চুক্তির ৫০ লাখ ডোজ টিকা ভারত থেকে ঢাকায় এসে পৌঁছেছে। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সকালে ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৮টা ২৮ মিনিটে টিকা নিয়ে রওনা হয় এয়ার ইন্ডিয়ার (এআই-১২৫৪) বিশেষ ফ্লাইটটি। বিমানবন্দর থেকে এই টিকা টঙ্গীতে বেক্সিমকোর গুদামে নেওয়া হবে। এ লক্ষ্যে সকাল থেকেই বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছে ৯টি ফ্রিজার ভ্যান।
উপহারের ২০ লাখ টিকা
গত ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় উপহার হিসেবে ভারত সরকারের পাঠানো ২০ লাখ ডোজ টিকা। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে আসে।
এসআই/জেডএস