প্রথম কার্যদিবসের মতোই সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৮ ফেব্রুয়ারি) পুঁজিবাজারের লেনদেন শুরু হয়। শেয়ার বিক্রির চাপের কারণে এদিন বস্ত্র খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

আর তাতে সূচক বৃদ্ধিতে বড় কোনো অবদান রাখতে পারেনি বস্ত্র খাত। এদিন বস্ত্রখাতে তালিকাভুক্ত ৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৪টির আর অপবির্তত রয়েছে বাকি সব কয়টি কোম্পানির শেয়ারের দাম।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, সোমবার বেলা ১১টা ১৩ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৩ কোটি ৮৯ লাখ টাকা।

অর্থাৎ, ১ ঘণ্টা ১৩ মিনিটে ডিএসইতে ৩২৫টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ৭২টির ও অপরিবর্তিত রয়েছে ১০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৫৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে চার পয়েন্ট, তবে ডিএস-৩০ সূচক কমেছে ২৭ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ৭২ লাখ টাকার। সিএসইর প্রধান সূচক ৯৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৮২পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ৫৭টির, অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এসএম