শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড। সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, রোববার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের ( ৩০ জুন ২০২০ সাল) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়। একই সভায় ২০২০-২১ অর্থবছরের প্রথম ও ‍দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে কোম্পানিটি।

২০০২ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে ২২ মার্চ। শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৮ ফেব্রুয়ারি দিনটিকে।

বিদায়ী বছর অর্থাৎ ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৭০ পয়সা।

উদ্যোক্তা-পরিচালকদের হাতে মাত্র ৩০ শতাংশ শেয়ার থাকা কোম্পানটির ২০২০-২১ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর-২০২০) ইপিএস দাঁড়িয়েছে ৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৯ পয়সা।

তবে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১০ পয়সা। ফলে চলতি বছরের দুই প্রান্তিক অর্থাৎ জুলাই-২০২০ থেকে ডিসেম্বর-২০২০ পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১২ পয়সা। অর্থাৎ গতবছরের একই সময়ের তুলনায় ৬ পয়সা ইপিএস বেড়েছে।

তাতে গত ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৮৮ পয়সা।

এমআই/এসএম