পুঁজিবাজারে বিনিয়োগ করলে বিএপিএলসিকে বিশেষ সুবিধা
দুই উপায়ে বিনিয়োগের মাধ্যমে চলমান দরপতন থেকে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নেতাদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থা বলছে, এই অবস্থায় বিনিয়োগ করলে প্রয়োজনে সুযোগ-সুবিধা বা ছাড় দেবে কমিশন।
সোমবার (১ আগস্ট) বিএসইসি কার্যালয়ে বাজার পরিস্থিতির উন্নয়নে কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বিএপিএলসির নেতাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে এ কথা বলা হয়।
বিজ্ঞাপন
বৈঠকে বিএপিএলসির সভাপতি ও এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলাসহ অন্যান্য নেতারা অংশগ্রহণ করেন। বৈঠকে নেতাদের বলা হয়, পিই রেশিও অনুসারে পুঁজিবাজারে অধিকাংশ শেয়ারের মূল্য কম রয়েছে। এই অবস্থায় বিনিয়োগ করে লাভবান হবেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আজকে বাজার পরিস্থিতির উন্নয়নে বিএপিএলসি নির্বাহী সদস্যদের সঙ্গে কমিশনের বৈঠক হয়। সভায় বিনিয়োগ বাড়াতে সংগঠনের নেতাদের দুইভাবে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে। এরমধ্যে কোম্পানির নিজস্ব পোর্টফোলিওতে অন্য কোম্পানির শেয়ার ও উদ্যোক্তা-পরিচালকদেরকে ঘোষণা দিয়ে নিজের পোর্টফোলিওতে শেয়ার কেনার আহ্বান করেছে কমিশন।
বৈঠকে বলা হয়, এখন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম অনেক কম। তাই নিজস্ব পোর্টফোলিওতে অন্য কোম্পানির শেয়ার ও উদ্যোক্তা-পরিচালকদেরকে ঘোষণা দিয়ে নিজস্ব পোর্টফোলিওতে শেয়ার কেনার আহ্বান করে কমিশন।
বৈঠকে নেতাদের বলা হয়, এই ঘোষণা দিয়ে শেয়ার কেনার ক্ষেত্রে যদি আসন্ন বোর্ড সভাকে কেন্দ্র করে বিদ্যমান আইনে কারও জটিলতা তৈরি হয়, সেটা কমিশন বিবেচনা করবে। এজন্য কেনার আগে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এমআই/আইএসএইচ