বড় উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন
সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে। রোববার (২৮ আগস্ট) লেনদেনর প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬৭ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ১২১ পয়েন্ট। উভয় বাজারে সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। গতি ফিরেছে লেনদেনে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, আজ বিক্রেতার তুলনায় ক্রেতা বেশি থাকায় লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টির দাম।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১১ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়েছে। এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৪৭ লাখ ৮১ হাজার টাকার শেয়ার। আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ২৫০ কোটি ৮১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার।
বিজ্ঞাপন
একই অবস্থায় লেনদেন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম আধা ঘণ্টায় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ২২ লাখ ৯ হাজার ৮৮৮টাকা।
সিএসইতে প্রথম আধা ঘণ্টায় ১২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬টির, অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
এমআই/এমএইচএস