ডিএসইতে লেনদেন কমেছে দুই হাজার কোটি টাকা
দুই কার্যদিবস সূচক উত্থান ও দুই কার্যদিবস পতনের মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে অর্ধেক। এনিয়ে টানা পাঁচ সপ্তাহ পুঁজিবাজারে দরপতন হলো।
আলোচিত সপ্তাহে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও, কিছু বড় মূলধনের কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এক হাজার ২৯৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৭৭৯ টাকার বাজার মূলধন বেড়েছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। আগের সপ্তাহে দাম বেড়েছিল ১২৭টির, কমেছিল ১২২টির এবং অপরিবর্তিত ছিল ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১০৬ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
পুঁজি কমার এ সপ্তাহে বিনিয়োগকারীদের লেনদেন আগের সপ্তাহের তুলনায় অর্ধেক কমেছে। গত সপ্তাহে বিনিয়োগকারীরা ২ হাজার ৩৩৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৬৭৯ টাকার শেয়ার কেনাবেচা করেছেন। এর আগের সপ্তাহে তারা ৪ হাজার ৪৩৭ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ২৫৭ টাকার শেয়ার কেনাবেচা করেন। তাতে সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২ হাজার ১০২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৫৭৮ টাকা, যা শতাংশের হিসাবে ৪৭ দশমিক ৩৮ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষে ছিল রবি আজিয়াটা, অরিয়ন ফার্মা, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামিট পাওয়ার, বিকন ফার্মা, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, আলহাজ টেক্সটাইল এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড।
লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, লঙ্কা-বাংলা ফাইনেন্স, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম এবং বিকন ফার্মাসিটিউক্যালস লিমিটেড।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১২২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭০৫ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬৯ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৫৬ টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ৮২টির, কমেছে ১২৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির। সপ্তাহ শেষে এ বাজারের প্রধান সূচক ১৭১ পয়েন্ট কমে ১৫ হাজার ৬৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এমআই/জেডএস