বীমার শেয়ারের মূল্য বাড়তে সার্কুলার জারির তথ্য গুজব
নতুন নতুন সার্কুলার জারি করে বীমা কোম্পানির শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) আইডিআরএ’র নিজস্ব কক্ষে জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, সম্প্রতি পুঁজিবাজারে যখন বীমা কোম্পানির শেয়ারের দাম কমে যায়, তখন আইডিআরএ নতুন নতুন সার্কুলার জারি করে। এরপর আবারও বীমা কোম্পানির শেয়ারের দাম বাড়ে। গত তিন মাসে বীমা কোম্পানির শেয়ারের দাম ১ থেকে ১৭ গুণ বেড়েছে। বিনিয়োগকারীদের অভিযোগ বাজার কারসাজি চক্রের সঙ্গে আইডিআরএ মিলে বীমা কোম্পানির শেয়ারের দাম বাড়াতে নতুন নতুন সার্কুলার জারি করে।
জবাবে আইডিআরএ চেয়ারম্যান বলেন, আমার কানেও মাঝে মাঝে এই কথা আসে। ৩৩ জন লোকবল নিয়ে ৭৮টি বীমা কোম্পানি পরিচালনা করছি, কাজ শেষ করতে পারছি না। নিজের পোর্টফলিও দেখার সুযোগ নেই। এটা সম্পূর্ণ রিউমার অর্থাৎ গুজব। যখনি কোনো অনিয়ম ধরার জন্য কাজ করি, তখনই বিভিন্ন প্রশ্ন আসে। রেগুলেটর অনিয়ম ধরতে গেলে অনেক প্রশ্ন আসবেই।
বিজ্ঞাপন
অপর এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, রেগুলেটর রেগুলেট করলে প্রশ্ন তো থাকবেই। সব রেগুলেটরের বেলাই প্রশ্ন থাকে। রেগুলেট না করলে প্রশ্ন থাকবে না, সবাই বন্ধু হয়ে যাবে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আইডিআরএর চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার শব্দটি বলতে লজ্জা লাগে, যে প্রতিষ্ঠানটি ৩৪ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়ে মামলায় জড়িয়ে গেল, তাকে কে জিজ্ঞাস করবে?তারপরও বলছি, বিষয়টি সরকারের তদন্ত কমিটি সিদ্ধান্ত দেবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইডিআরএর পক্ষ থেকে বলা হয়, এবছর বীমা মেলা হবে না। তবে জাতীয় বীমা দিবস উত্থাপন করা হবে। ১ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি দিবসটির উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে চারজন ব্যক্তিকে বীমা সম্মাননা দেওয়া হবে। বঙ্গবন্ধু শিক্ষাবীমার উদ্বোধন এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় বীমা দিবস উপলক্ষে আইডিআরএর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাসেবা ও মৃত্যুর ক্ষেত্রে সহায়তা দেওয়ার জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা চালু করা হয়েছে। যার অধীনে সর্বোচ্চ ২ লাখ টাকার বীমা সুবিধা দেওয়া হবে।
এছাড়াও স্বাস্থ্য বীমা, বঙ্গবন্ধু স্পোটর্সম্যান ইন্স্যুরেন্স এবং বঙ্গবন্ধু আশার আলো-বীমা দাবি পরিশোধের প্রয়াস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এমআই/জেডএস