অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্তের শর্তে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডকে ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে সভায় বিএসইসির চার কমিশনার উপস্থিত ছিলেন।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকের সভায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটি হবে ফুললি রিডেমেবল নন-কনভার্টেবল আনসিকিউরড ফ্ল্যাটিং রেট এমটিবি ৫ম সাব–অর্ডিনেটেড বন্ড। বন্ডটির অভিহিত মূল্য ১ কোটি টাকা।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, করপোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকের সাধারণ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাসহ টায়ার-১১, ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এছাড়াও এসএমই রিলেটেড সেগমেন্টে ব্যাংক ঋণ পোর্টফোলিও বৃদ্ধি এবং ট্রেজারি সিকিউরিটিজ ও অন্যান্য ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করা যাবে।

বন্ডের ট্রাস্টি ও ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে রয়েছে ইউসিবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড। বন্ডটির কো-অ্যারেঞ্জার হিসেবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড কাজ করছে।

এছাড়াও বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার শর্তারোপ করা হয়।

এমআই/এসকেডি