পর্ষদ ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসোসিয়েটড অক্সিজেন লিমিটেডের শেয়ারহোল্ডাররা। গত দু’মাস আগে অর্থাৎ ২২ অক্টোবর জ্বালানি-বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত হয় কোম্পানিটি।

এরপর বুধবার (৪ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ার হোল্ডাররা অংশ নিয়ে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ অনুমোদন করে। অনুমোদনকৃত লভ্যাংশের মধ্যে ২ শতাংশ নগদ আর ৮ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী। এ সময় শেয়ার হোল্ডারদের পাশাপাশি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইসমত জাহান, পরিচালক আজমাইন মাহতাব চৌধুরী, ফাহিম চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক নাসিমা চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও কোম্পানি সচিব নূর-ই-ইলাহী এবং সিএফও দেলোয়ার হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের  কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা।শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ২৫ পয়সা।

১৯৯০ সালে নিবন্ধন পাওয়া এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ব্যবসা শুরু করে ১৯৯২ সালে। গত বছর কোম্পানিটি নতুন মজুদ ছাউনি ও নতুন প্লান্ট শেড তৈরি করে ব্যবসা বাড়ানোর লক্ষ্য ঠিক করে।

এরপর নিয়ন্ত্রক সংস্থার অনুমতিক্রমে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা সংগ্রহ করে। আইপিওর অর্থ দিয়ে তারা নতুন যন্ত্রপাতিও কেনার পাশাপাশি ব্যাংকের ঋণ পরিশোধ করবে। অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিওর ইস্যু ব্যবস্থাপনায় ছিল বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড।

উল্লেখ্য, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ইন্ডাসট্রিয়াল গ্যাস, মেডিকেল গ্যাস এবং ওয়েল্ডিং গ্যাস উৎপাদন ও সরবরাহ করে থাকে। লেনদেনের প্রথম দিন কোম্পানির শেয়ারের দাম ছিল ১৫ টাকা। 

এনএফ