ওরিয়ন ফার্মার শেয়ার বিক্রি করে দিচ্ছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা
দাম বাড়িয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছে ওরিয়ন ফার্মা লিমিটেডের প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীরা। শেষ দুই মাসে তারা নিজেদের হাতে থাকা ১৫ দশমিক ৫৫ শতাংশ এবং দশমিক ১০ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, গত তিন মাস ধরে কয়েকশ’ কোম্পানি ফ্লোরপ্রাইসে আটকা রয়েছে। ওই সময়ে অর্থাৎ ১১ আগস্ট ওরিয়ন ফার্মার শেয়ার মূল্য ছিল ৮৩ টাকা। সেখান থেকে ২২ সেপ্টেম্বর শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১৫৪ টাকারও বেশি।
বিজ্ঞাপন
এরপর থেকে শেয়ারের দাম কমতে থাকে। রোববার (১৩ নভেম্বর) সর্বশেষ লেনদেন হয়েছে ১১৬ টাকায়। আজ সোমবার (১৪ নভেম্বর) শেয়ারটির দাম আরও কমেছে, দুপুর সোয়া ১২টায় লেনদেন হয়েছে ১০৮ টাকা ৯০ পয়সায়।
আলোচিত এই সময়ে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীরা হাতে থাকা কোম্পানির ১৫ দশমিক ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছেন। লোভে পড়ে বেশি দামে শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।
বিজ্ঞাপন
২০১৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা রয়েছে ২৩ কোটি ৪০ লাখটি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ২২ দশমিক ৩২ শতাংশ। বিদেশিদের হাতে রয়েছে ১ দশমিক ১১ শেয়ার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৪ দশমিক ৫৯ শতাংশ শেয়ার।
অথচ দুই মাস আগের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ছিল ৩৭ দশমিক ৮৭ শতাংশ শেয়ার। সেখান থেকে ১৫ দশমিক ৫৫ শতাংশ শেয়ার কমে ৩১ অক্টোবরের মধ্যে দাঁড়িয়েছে ২২ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে বিদেশি বিনিয়োগকারীদের হাতে থাকা ১ দশমিক ২১ শতাংশ শেয়ার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ১১ শতাংশ।
এদিকে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৮ দশমিক ৯৪ শতাংশ। সেখান থেকে ৩১ অক্টোবর সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৫৯ শতাংশে।
বিনিয়োগকারী আনিসুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শুনেছি ভালো লভ্যাংশ দেবে। কিন্তু গতবারের চেয়ে এবার আরও কম লভ্যাংশ দিয়েছে। কোম্পানির আয়ও কমেছে। এ কারণে হতাশ হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছি। কোম্পানির ৫ হাজার শেয়ার কিনেছিলাম, বর্তমানে শেয়ার প্রতি ৩০ থেকে ৩৫ টাকা লোকসান হচ্ছে।
অন্যদিকে ডিএসইতে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেড। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
তাদের দেওয়া তথ্যমতে, বিদায়ী বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬২ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪ টাকা ১ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি ৩৯ পয়সা করে ইপিএস কমেছে কোম্পানিটির।
মুনাফার পাশাপাশি কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আগের বছরের চেয়ে কম দিচ্ছে। এর আগের বছর শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি ১ টাকা ২০ পয়সা করে লভ্যাংশ দেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ৩০ জুন শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ারপ্রতি ১ টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। অর্থাৎ শেয়ারপ্রতি ২০ পয়সা করে মুনাফা কম পাচ্ছেন শেয়ারহোল্ডাররা। বর্তমানে কোম্পানিটির ২৩ কোটি ৪০ লাখ শেয়ার রয়েছে।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সবার সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
এমআই/কেএ