শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ (অর্থাৎ ১ টাকা ৮০ পয়সা করে) অন্তর্বর্তী লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, কোম্পানির পর্ষদ সভায় ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ১০ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের আরও ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কোম্পানিটি মোট ২০৯ কোটি ৪ লাখ ৭২ হাজার ৩০০ টাকা লভ্যাংশ দেবে শেয়ারহোল্ডারদের।

এর আগে কোম্পানিটি চলতি বছর প্রথম ১৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেয়। এর ফলে দুই দফায় কোম্পানি শেয়ারহোল্ডারদের মোট ৩৩ শতাংশ লভ্যাংশ দিচ্ছে। এর আগের বছর ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল লাফার্জহোলসিম।

পর্ষদ ঘোষিত এই অন্তর্বর্তী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে লাফার্জের শেয়ার থাকবে তারা আনুপাতিক হারে ঘোষিত লভ্যাংশ পাবেন।

কোম্পানির ১১৬ কোটি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ শতাংশ শেয়ার।

বর্তমানে কোম্পানির রিজার্ভ সারপ্লাস রয়েছে ৮১৮ কোটি ৩ লাখ টাকা। মঙ্গলবার শেয়াটির সর্বশেষ লেনদেন হয়েছে ৬৪ টাকা ৮০ পয়সা।

এমআই/জেডএস