সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এ দিন মাত্র ১৭ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ১৩৬টির। ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর টানা দুদিন দরপতন হলো।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ২৬৯ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কিছুটা বেড়েছে। তবে আজকের মোট লেনদেনের অর্ধেকের বেশি এসেছে ব্লক মার্কেট থেকে। এ দিন ১৪০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২২ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৪ কোটি টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

গত বুধবার (২১ ডিসেম্বর) লেনদেন খরা কাটাতে পুঁজিবাজার থেকে স্বল্প মূলধনী ১৬৮টি কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস তুলে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির প্রত্যাশা ছিল বাজার সচল হবে।

কিন্তু বাজার উল্টো আচরণ করছে। লেনদেন বৃদ্ধির পরিবর্তে আরও কমছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, মঙ্গলবার ১৮১টি কোম্পানির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে। যা আগের দিনের চেয়ে বেশি। এর আগের আগের দিন ছিল ১৭৯টি। অর্থাৎ ফ্লোর প্রাইসের সংখ্যা বেড়েছে। ফলে ক্রেতা সংকটে পুঁজিবাজারে লেনদেন কম হচ্ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ৩১৩টি প্রতিষ্ঠানের মাত্র ৩ কোটি ১৬ লাখ ৮৪ হাজার ১২টি শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির শেয়ারের দাম।

তাতে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪২ পয়েন্ট কমে ৬ হাজার ১৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ১ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৪৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইন্ট্রাকো রিফুয়েলিং অ্যান্ড স্টেশনের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল বসুন্ধরা পেপারের শেয়ার। তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। এরপর শীর্ষ অবস্থানে ছিল যথাক্রমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসেস, মুন্নু সিরামিকস, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল ওরিয়ন ফার্মা এবং অ্যাডভেন্ট ফার্মাসিটিউক্যালস লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ১৮ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে মোট ২২ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ৩৮৮ টাকা লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ১২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০টির ও কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এসএসএইচ/