নতুন বছরের  দ্বিগুণ মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই চিত্র উঠে এসেছে।

সোমবার (৮ মে) কোম্পানির পর্ষদের সভায় জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির মোট আয় হয়েছে ১৯ লাখ ৮ হাজার ৭০০ টাকা। তাতে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা।

যা এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে মুনাফা হয়েছিল ৯ লাল ৪৪ হাজার ৭৮৪ টাকা। তাতে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ৮১ পয়সা।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে লাফার্জহোলসিমের মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি। তাতে ২০২৩ সালের ৩১ মার্চ সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৭ টাকা ১১ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ১৫ টাকা ২৫ পয়সা।

২০০৩ সালে তালিকাভুক্ত বহুজাতিক এই কোম্পানিটির ২০২২ সালে ৪৪৪ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৫০৫ টাকা মুনাফা হয়েছে। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৫৫৭ কোটি ৪৬ লাখ মুনাফা নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে মুনাফা হয়েছিল ৩৮৭কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ৪৯০ টাকা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের মুনাফা দিয়েছিল ২ টাকা ৫০ পয়সা করে ২৯০ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।

এমআই/এমএ