তিন বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা দেবে এনভয় টেক্সটাইল
শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটির সর্বশেষ বোর্ড সভায় জুলাই থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ১ টাকা ৫০ পয়সা করে মোট ২৫ কোটি ১৬ লাখ ২ হাজার ১৫০ টাকা লভ্যাংশ দেবে কোম্পানিটি। যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ। একই সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০২২ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৯৯ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগের বছর ২০২১ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫৬ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। সেই হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির মুনাফা এবং লভ্যাংশ দেওয়ার পরিমাণ বেড়েছে।
তারও আগের বছর অর্থাৎ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তবে তার আগের বছর ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সে হিসাবে তিন বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা দিল পোশাক খাতের এই প্রতিষ্ঠান।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৬ জুন। ওই দিন ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে।
২০১২ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ২১ পয়সা। যা আগের বছর ছিল ২৮ টাকা ৪১ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭টি। মঙ্গলবার (৯ মে) সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৪৩ টাকা ৯০ পয়সায়।
এদিকে, ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে এনভয় টেক্সটাইলসের। জানুয়ারি থেকে মার্চ ২০২৩ সালে কোম্পানির কর-পরবর্তী মোট মুনাফা হয়েছে ৮ কোটি ৮৩ লাখ ৭৩ হাজার ৫৮৬ টাকা। তাতে শেয়ারপ্রতি আয় বা মুনাফা দাঁড়িয়েছে ৫৩ পয়সা করে।
যা ২০২২ সালের একই সময়ে ছিল ১২ কোটি ৫৩ লাখ ২৯ হাজার ৭৬১ টাকা। ফলে সে বছর শেয়ারপ্রতি আয় ছিল ৭৫ পয়সা। সেই হিসাবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মুনাফা কমেছে ২২ পয়সা করে।
শুধু তৃতীয় প্রান্তিকেই নয়, জুলাই ২০২২ থেকে মার্চ ২০২৩ অর্থাৎ তিন প্রান্তিকে কোম্পানির মোট আয় হয়েছে ১২ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ২৫১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫ কোটি ৫৬ লাখ ৩১ হাজার টাকা। অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় ২০২২-২৩ অর্থবছরের ৯ মাসে মুনাফা কমেছে।
এমআই/এসএসএইচ/