লোকসান কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের। জানুয়ারি থেকে ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। যা কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় অনুমোদন করা হয়েছে।

সোমবার (২৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৭ পয়সা।

এর আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ১৪ পয়সা। অর্থাৎ লোকসান কমেছে ২ টাকা ৭ পয়সা।

তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ দশমিক ৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ৭ দশমিক ৬৬ পয়সা আয় হয়েছিল।

জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩৯ টাকা ৯৮ পয়সা। এর আগের বছরে একই সময়ে এনএভিপিএস ছিল ২৪৩ টাকা ৪ পয়সা।

এমআই/এসএম