প্রায় দ্বিগুণ মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এপ্রিল থেকে জুন ২০২৩ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে, যা কোম্পানির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় অনুমোদন করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে ৩০ জুন ২০২৩) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৪৩৪ টাকা। সে হিসাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল (ইপিএস) ছিল ৪৯ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ২৬ পয়সা করে। ফলে মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি।

আর চলতি বছরের দুই প্রান্তিকে (জানুয়ারি থেকে জুন-২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ১৪ পয়সা আয় হয়েছে। ২০২২ সালের একই সময়ে শেয়ারপ্রতি ৯৩ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের প্রথম ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২১ পয়সা করে।

১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ৩০ জুন সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৪ টাকা ৫৯ পয়সা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৪কোটি ৬৬ লাখ ১৭ হাজার ৯১৩টি।

এমআই/এসএসএইচ/